Primary TET 2022: প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১১ ডিসেম্বর ২০২২ সালে। ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। তারপর ১০ই ফেব্রুয়ারি প্রাইমারি টেট পরীক্ষায় রেজাল্ট প্রকাশ করা হয়। সেখানে উত্তীর্ণ হয় প্রায় দেড় লক্ষের কিছু বেশি জন পরীক্ষার্থী। তবে এবার আবার প্রাইমারি টেট ২০২২ এর প্রশ্নপত্র নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।
আবারো প্রাইমারি ডিটেল প্রশ্ন ভুল মামলা হল কলকাতা হাইকোর্টে। পর্ষদ প্রথমে Provisional অ্যানসার কি পাবলিশ করে তারপর ফাইনাল Answer Keys পাবলিশ করে। তার কয়েকদিন পরই অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করে অফিসিয়াল ওয়েবসাইটে। কিন্তু এরপরেও কিছু প্রশ্ন থেকে যায় অনেকেই মনে করেছেন কমপক্ষে আরো সাতটি এমন প্রশ্ন আছে যেগুলি হয়তো ভুল না হয়তো দুটো করে অপশন ঠিক হয়।
সেজন্য ওই প্রশ্নগুলি নিয়ে কলকাতা হাইকোর্টে ফের মামলা হল। এই প্রশ্নগুলির উত্তর দিলে আরো অনেক পরীক্ষার্থী প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করবে। দেখা যাক কোর্টের রায় কি আসে।