(PDF) প্রাইমারি টেট ২০২২ উত্তরপত্র প্রকাশ হল | WB Primary TET Result & Answer Keys 2022

প্রাইমারি টেট রেজাল্ট (Primary TET Result) ২০২২ কবে প্রকাশ হবে ? এটি এখন একটি বিরাট প্রশ্ন কারণ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন পরীক্ষার ১০ দিনের মাথায় উত্তরপত্র প্রকাশ করা হবে। কিন্তু প্রায় এক মাস পর উত্তরপত্র প্রকাশ করল এইমাত্র। আমরা একটি সিরিজ এর উত্তরপত্র ডাউনলোড লিংক দিয়েছি নিচে । কারণ পর্ষদ এইমাত্র একটি সিরিজ এর উত্তরপত্র প্রকাশ করেছে। বাকি সিরিজ গুলো খুব শীঘ্রই আসছে। ভিজিট করুন পর্ষদ এর অফিসয়াল ওয়েবসাইট।

১১ ডিসেম্বর সারা রাজ্য জুড়ে প্রাথমিক এর টেট পরীক্ষা আয়োজিত হয়েছিল। এর উত্তরপত্র ১০ দিনের মাথায় প্রকাশ করার কথা স্পর্শ সভাপতি বলেছিলেন। কিন্তু কেন এত দেরি? প্রায় এক মাস হতে চলল এখনো উত্তর পত্র প্রকাশ করা হয়নি।

প্রাইমারি টেটের উত্তর পত্র প্রকাশ করতে দেরি কেন হচ্ছে?

প্রাইমারি টেট এর উত্তরপত্র (Primary TET Answer Keys) প্রকাশের বিলম্ব হওয়ার কারণ হতে পারে অনেকগুলি। 

প্রথমত, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৪ এবং ২০১৭ টেট পাসদের ইন্টারভিউ নিচ্ছে বিভিন্ন জেলায়। তার জন্য প্রাইমারি টেট এর রেজাল্ট বা উত্তর পত্র প্রকাশের দেরি হচ্ছে।

দ্বিতীয়ত, দ্বিতীয় কারণটা হতে পারে এবারের প্রাথমিক পরীক্ষার প্রশ্ন চার পাঁচটি প্রশ্নের উত্তর নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। সেই চার পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর কি হবে তা ঠিক করতে পর্ষদ একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন। পর্ষদ চাইছে একদম সঠিক নিখুত উত্তর পত্র প্রকাশ করো যাতে ভবিষ্যতে এর উপর কোন বিভ্রান্তি না হয়। 

কবে প্রাইমারি টেটের উত্তরপত্র প্রকাশ করা হবে? Primary TET Answer Keys

প্রাইমারি টেট পরীক্ষার উত্তরপত্র প্রকাশ হয়েচে। একটি সিরিজ এর উত্তরপত্র প্রকাশ করেছেন এইমাত্র বাকি সিরিজ গুলো করবে। অফিসিয়াল উত্তরপত্র দেখতে ভিজিট করুন wbbpe.org

Primary TET Answer Keys Download : 01A Series

প্রাইমারি টেট এর রেজাল্ট কবে প্রকাশ হবে? Primary TET Result

উত্তরপত্র প্রকাশ করতে দেরি হলেও রেজাল্ট প্রকাশ করতে দেরি হবে না। অর্থাৎ উত্তরপত্র প্রকাশ হওয়ার কিছুদিনের মধ্যেই প্রাথমিকের ফল প্রকাশ করা হবে বলে আশা করা যায়। 

Leave a Comment